ভোলা সময় নিউজ।
জেলা প্রতিনিধি,
ভোলা জেলা শহরের বাংলাবাজার উপশহর যা নাভী বলে খ্যাত বাংলাবাজারে প্রেসক্লাব গঠন করা হয়েছে। (২৮ এপ্রিল) বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক পৃন্ট মিডিয়ার প্রতিনিধিরা বাংলাবাজার স্থানীয় হোটেল মিস্টি মেলায় বসে প্রেসক্লাবের কমিটি গঠন করেন। ভোলা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণপ্রান্ত পত্রিকার সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ভোলা জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেস ক্লাবের কমিটি ঘোষণা করেন।
কমিটির সভাপতি হয়েছেন কবি হাওলাদার মাকসুদ, সহ-সভাপতি এম এ মান্নান, সৈয়দ মোঃ নজরুল ইসলাম, আশরাফ উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক মীর গিয়াসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জামাল, সাইফুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরউদ্দীন মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ শাইদুল ইসলাম পলাশ, অর্থ সম্পাদক ইকরামুল কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাহাদ তালুকদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোমানুল ইসলাম সোহেব, কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, ক্রিড়া বিষয়ক সম্পাদক ইশতিয়াক হাসিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর রহমান কামরুল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এইচ এম এরশাদ, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান ও মেহেদি হাসান মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনিতীক ও সমাজ সেবক মোঃ কামাল হোসেন, দৌলতখান রিপোটার্স ইউনিটির সভাপতি প্রভাষক মতিউর রহমান, প্রধান শিক্ষক এম এ তাহের, প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন ও সাবেক প্রধান শিক্ষক এমদাদ হোসেন প্রমূখ।