৩ নং পশ্চিম ইলিশা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়লেন রফিউদ্দিন।

0
40

দৈনিক ভোলা সময় নিউজ।

ইকবাল হোসেন রাজু,

আসন্ন ইউপি নির্বাচনে ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশার ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রফিউদ্দিন হাওলাদার তালা প্রতীকে নির্বাচনে অংশ নেন। তারই প্রতিদন্ধি প্রার্থী আপেল প্রতীকের প্রার্থী আঃ অদুদ সেলিম হাওলাদারকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দারান রফিউদ্দিন। ২৬ডিসেম্বর বিকালে রফিউদ্দিন হাওলাদার তার নিজ বাড়িতে বসে কারো জোর জবরদস্তি বা প্ররোচনায় সেলিম হাওলাদারকে সমর্থন করেন নি বলে জানান। তার এই সমর্থন প্রদানের সময় তার শ্রদ্ধাভাজন বড় ভাই, তার স্ত্রী ও ছেলে সন্তানদের উপস্থিতিতে তিনি আসন্ন ইউপি নির্বাচনে থেকে তার ভাতিজা জনাব আঃঅদুদ সেলিম হাওলাদারকে সমর্থন অর্পন করেন। এসময় উপস্তিত ছিলেন ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সাহেআলম হাওলাদার, একই ইউনিয়নের বাসিন্দা ও ১নং ওয়ার্ড আওয়ামীলিগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ( রবু) সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী খবরভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে অগ্নিকাণ্ড।
পরবর্তী খবরইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাজাপুরে বাড়িঘর ভাংচুর।