১ম ধাপের ভোলা জেলার ইউপি নির্বাচনে যারা জয়ী হলেন।

0
4

দৈনিক ভোলা সময় নিউজ।

বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।

ভোলার বোরহানউদ্দিন তজুমুদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার মোট ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চরফ্যাশন উপজেলার ৫টি এবং বোরহানউদ্দিন উপজেলার ১টি নিয়ে মোট ৬টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে তজুমদ্দিন উপজেলার ৩টির মধ্যে ২টিতে এবং মনপুরা উপজেলার ২টির মধ্যে ১টি নিয়ে মোট ৩টি ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চরফ্যাশন উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- চরমাদ্রাজ ইউনিয়নে মো. আ. হাই, চরকলমী ইউনিয়নে কাউসার হোসেন মাস্টার, এওয়াজপুর ইউনিয়নে মাহবুবুর রহমান খোকন, জাহানপুর ইউনিয়নে নাজিম হোসেন হাওলাদার এবং হাজারিগঞ্জ ইউনিয়নে মো. সেলিম হাওলাদার। এছাড়া বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মো. রিয়াজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিবুল্ল্যাহ মৃধা, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের এবং মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অলিউল্ল্যাহ কাজল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী অটোরিকশা মার্কায় শহিদুল্যাহ কিরন, শম্ভুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রাসেল মিয় মোটরসাইকেল মার্কা এবং মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার আনারস মার্কায় নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী খবরভোলার মনপুরায় ইউপি নির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ চলছে।
পরবর্তী খবর১ম ধাপের ভোলা জেলার ইউপি নির্বাচনে যারা জয়ী হলেন।