দৈনিক ভোলা সময় নিউজ।
ভোলা প্রতিনিধি। মোঃ সোহেল।
সরকারের নির্দেশনা অনুযারী করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিবারের মত এবারো ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়ার নির্দেশে পরিষদের সকল গ্রাম পুলিশের মাধ্যমে মানুষ কে সচেতন করা এবং সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে মাইকিং এবং মাস্ক বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল থেকে ইলিশা ইউনিয়নের বিভিন্ন বাজারে পাড়া মহল্লায় এবং গুরুত্বপূর্ণ এলাকায় এই মহড়া করেন তারা।
ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেওয়া বিধি নিষেধ নিশ্চিত করতে আমরা কাজ করছি।
হাছান মিয়া বলেন শুধু এবারই নয় করোনা ভাইরাসের প্রথম থেকে সরকারের পাশাপাশি একজন জনপ্রতিনিধি হিসেবে ইলিশা ইউনিয়নের মানুষ কে সচেতন করার জন্য সকল ধরনের কার্যক্রম, জনসচেতনতা, মাইকিং, মাস্ক বিতরণ, খাবার বিতরণ, সাবান বিতরণসহ আমাদের সচেতনতা অব্যাহত আছে।