স্বামী-শাশুড়ির দ্বারা গৃহবধূ কে যৌতুকের দাবিতে নির্যাতন।

0
21

স্বামী-শাশুড়ির দ্বারা গৃহবধূ কে যৌতুকের দাবিতে নির্যাতন

ভোলা প্রতিনিধি,

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের-৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলাউদ্দিন এর মেয়ে মাসুমা বেগমকে তাহার স্বামী মোঃ ইব্রাহিম ও তার মা কর্তিক মধ্যযুগীয় কায়দায় যৌতুকের দাবিতে নির্যাতন করে কয়েকবার হাসপাতাল পর্যন্ত ভর্তি করা হয়েছিল।

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের-৯ নং ওয়ার্ডের হযরত আলী বয়াতি বাড়ির মোঃ আলাউদ্দিন মিয়া মেয়ে মাসুমা বেগমের সাথে গত ৫ বছর পূর্বে একই ওয়ার্ডের জেবল হক দর্জিবাড়ির মৃত সিদ্দিক দর্জির ছেলে মোঃ ইব্রাহিম এর সাথে উভয় পরিবারের মাধ্যমে বিবাহ হয়। এই ঘরে ওদের তিন-চার বছরের একটি কন্যা সন্তান আছে।
মাসুমা বেগমের অভিযোগ বিবাহের পর থেকেই দেখি ইব্রাহিম বিভিন্ন নেশায় আসক্ত এবং প্রতি রাতেই সে জুয়া খেলে। মাসুমা বলেন গত ১৭ এপ্রিল আমাকে আমার স্বামী বেদম শারীরিক নির্যাতন করে অজ্ঞান করে ফেলে,তখন আমার আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী আমাকে অজ্ঞান অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তখন আমাদের আত্মীয় স্বজন এলাকার ময়মুরুব্বি এবং মেম্বার মিলে সালিশ এর মাধ্যমে আমাদের বিষয়টি মীমাংসা করেন।
তখন আমার স্বামী ইব্রাহিম আমাদের কাছে মাফ চাইলে আমার বাবা-মা আমার সন্তানের দিকে তাকিয়ে তাকে মাফ করে দেন। তাহার পর থেকে ইব্রাহিমসহ আমাদের বাড়িতে গত একমাস আমি আছি।

গত রবিবার-৮ এই মের আগে থেকে গত তিন দিন ধরে আমার স্বামীর সাথে আমাদের কোন যোগাযোগ ছিল না সে রাত জেগে এবং সারাদিন ধরে বিভিন্ন জায়গায় জুয়া ও নেশার আড্ডা মিলিয়েছিল, এই বিষয়ে আমি সেই দিন তাকে আমাদের বাসায় আসলে আমি জিজ্ঞাসা করলে সে আমাকে মারধর করে এবং আমার কাছে 2 লক্ষ টাকা দাবি করে সে তাদের বাড়ির দিকে চলে যায়। তাহার পরে আমি মার খেয়ে তাদের বাড়িতে গেলে সেইখানে আমার শাশুড়ি বলে ওকে কি মারধর করিস ওকে ভালো করে পিঠা পিটালে দেখবি এইবার গেলে আর আসবেনা এই তখনই বজ্জাত বউ রেখে তোকে আমি অন্য জায়গায় বিবাহ করাবো! তখন শাশুড়ির সাথে আমি এই বিষয়ে কথা বলতে চাইলে শাশুড়ি আমার চুলের ঝুটি ধরে এবং আমার স্বামী আমাকে এলোপাতাড়ি লাথি কিল ঘুষি মারতে থাকে এবং আমার চুল টেনে ছিড়ে ফেলে! এখানে আমার ডাক চিৎকার কান্নাকাটি শুনে রাস্তার থেকেও মানুষ দৌড়ে আমার শ্বশুরের ঘরে চলে আসে! তখন এলাকার লোকের হস্তক্ষেপে আমি প্রাণে রক্ষা পায়।
এই খবর আমার বাড়ির আমার আত্মীয়-স্বজন শুনলে তারা এসে আমাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায়।

এই বিষয় নিয়ে প্রতিবেদন সেই ওয়ার্ডের মেম্বার মোঃ নিজাম মহাজন সাথে মুঠোফোনে যোগাযোগ করলে উনি বিষয়টা আগামীকালকে মীমাংসা করবেন বলে আমাকে আশ্বস্ত করেন।

তাই ভুক্তভোগী মাসুমা বেগম বলেন আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসী এবং আইন প্রশাসন মাধ্যমে এর বিচার দাবি জানাচ্ছি।
তবে এই বিষয় নিয়ে প্রতিবেদন ইব্রাহিমের মায়ের সাথে কথা বললে সে যেমনটা জানিয়েছেন যে, আমার ছেলের বউর একটু মুখ খারাপ সে যখন তখন আমাদের সাথে ঝগড়া-ফ্যাসাদ করে, তখন তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনার ছেলের বউয়ের চুলের ঝুটি ধরেছেন এবং আপনার ছেলে মারধর করেছে এই বিষয়টা কি সঠিক? জবাবে উনি বলেছেন আমি তার চুলের ঝুটি ধরিনি তারা স্বামী-স্ত্রী মারামারি করেছে!
পাশের বাসার আকলিমা বেগমকে, এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল উনি বলেছেন যে এই ঘরে ছেলের বউরা ঠিক মত থাকতে পারে না কারণ এই ঘরের মহিলা ছেলের বউকে নির্যাতন করেন। ঐদিন রোববারেও মেয়েটাকে বেদম মারধর করেছে।

পূর্ববর্তী খবরভোলায় পাসপোর্ট অফিসের দালাল গ্রেফতার।
পরবর্তী খবরবরিশাল রেঞ্জের এপ্রিল মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ভোলা।