সুন্দর সমাজ গঠনে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে কাজ করতে হবে, ভোলায় অর্থনীতিবিদ-ড. শান্ত।

0
9

সুন্দর সমাজ গঠনে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে কাজ করতে হবে, ভোলায় অর্থনীতিবিদ-ড. শান্ত

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

একটি সুন্দর সমাজ গঠনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের কে এগিয়ে আসতে হবে। সমাজ নিয়ে তাদেরকে চিন্তাভাবনা করার পাশাপাশি একসাথে কাজ করতে হবে। কেননা কোন একদিন আমরা হয়তো থাকবো না। কিন্তু আমরা কি রেখে গেলাম সেটাই হচ্ছে বড় বিষয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নে অবস্থিত রেবা রহমান কলেজের উদ্যােগে রাজনীতি ও সামাজিক ন্যায় বিচার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান শান্ত এমনটি বললেন। তিনি আরো বলেন, আমরা অনেকেই সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজের দূর্বল মানুষদের কাছ থেকে দুরে সরে গিয়েছি। আবার দূর্বল আত্মীয়দেরকেও দুরে সরিয়ে রেখেছি। আমি মনে করি এটা কোন ন্যায্য অধিকার হতে পারে না। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমাদের অনেক সাহসী হতে হবে। সমাজে যারা জুলুম করে, অত্যাচার করে তাদের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম করতে হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তোমাদেরকেই এগিয়ে আসতে হবে। এই সমাজকে পরিবর্তন করার পাশাপাশি নায্য অধিকার প্রতিষ্ঠায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষকদেরকে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় কলেজের প্রতিষ্ঠাতা মিসেস রেবা রহমান এর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন, রেবা রহমান কলেজ এর অধ্যক্ষ মোঃ আবদুর রহমান। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল আলম খোকন, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা এডভোকেট গিয়াসউদ্দিন, হাবিবুর রহমান হাবু, মনিরুল ইসলাম, ফয়সাল বাবু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শান্ত সহ প্রমুখ।

পূর্ববর্তী খবরভোলা টাইমসের ৯ বছরপূর্তি ও ১০ বছরের পদার্পণ অনুষ্ঠান পালিত।
পরবর্তী খবরসংগ্রাম-সাহস ছাড়া সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় না ভোলায় অর্থনীতিবিদ শান্ত।