দৈনিক ভোলা সময় নিউজ।
সুন্দরবন নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ আবু সাঈদের বিরুদ্ধে মিথ্যাচার প্রচার
নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কুলতলী সুন্দরবন নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ আবু সাঈদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যাচার প্রচারের অভিযোগ।বলেন আমার মাদ্ররাসার একটি ছেলে কুরান প্রতিযোগিতায় উপজেলা জেলা পর্যয়ে প্রথম হলে একটি মাদ্রাসা ও কিছু কুচক্র মহল আমার পিছনে উঠেপড়ে লেগেছে।তারা একটি মিথ্যা অভিযোগ আমার নামে তুলছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমার বিরুদ্ধে যদি কনো প্রমাণ কেউ দিতে পারে তাহলে আমার যে শাস্তি হয় আমি মেনে নিব।
এই বিষয় একজন ছাএ ফেরদাউস এর অবিভাবক মনির হোসেন গ্রাম- ছোটভেটখালী এর সাথে কথা হলে বলেন আমার ছেলে এই মাদ্রাসাই পড়ে এমন কনো কথা তার কাছে থেকে শুনিনাই তবে এটা প্রতিহিংসা কারন বলে মনে হয়,একটি মহল যে কথা বলছে এর কনো কনো প্রমানত দেখি নেই।
এই বিষয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল এর সাথে কথা হলে বলেন আমি দেখি তাকে আটকানো আমি যানতে চাইলে স্থানীয় কিছু লোকজন বলে সে নাকি বলাৎকার করছে তাদের কাছে কনো প্রমান আছে কি না যানতে চাইলে তারা কনো প্রমাণ দিতে না পারলে হাপেজ আবু সাইদ মুসলেকা লিখে তার পিতার কাছে হস্তান্তর করা হয় এই বিষয়ে কারো কনো অভিযোগ আমার কাছে আসনি তবে শাকে মাছে মনে হয়।