ভোলার সময় নিউজ,
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে কিছুক্ষণের মধ্যে তাকে সিটি স্ক্যান করতে নেওয়া হবে। রাতেই তার সিটি স্ক্যান করার কথা রয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর মেডিক্যাল টিম সিদ্ধান্ত নেবে তাকে বাসায় চিকিৎসা দেবে নাকি হাসপাতালে।