সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ভোলা জেলা অসকস সোসাইটি এক বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেন।

0
7

দৈনিক ভোলা সময় নিউজ।

বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি, অসকস বাংলাদেশ ভোলা জেলা কমিটি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেন।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ ভোলা জেলা কমিটি ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেন।
এই দিবসটি উপলক্ষে জেলা কমিটি সশস্ত্রবাহিনীর সদস্যদের সংগঠনের লোগো সম্বলিত নতুন টি-শার্ট ক্যাপ পরে সবাই একত্রে সমবেত হন জেলা কার্যালয়, এইখানে যেন একটি মিলনমেলায় রূপান্তরিত হয়েছে।
উক্ত বিশেষ সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্পোরাল অবসরপ্রাপ্ত এম এন আলম, উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নুরুল আমিন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং অর্থ বিষয়ক সম্পাদক। আরো উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা কমিটির সম্মানিত উপদেষ্টা এবং সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন দায়িত্বরত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ।
উক্ত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সার্জেন্ট মোঃ আশরাফ আলী জেলা কমিটির সম্মানিত ধর্মবিষয়ক সম্পাদক।
উক্ত সভায় সশস্ত্র বাহিনীর তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়। এতে জেলা কমিটির সম্মানিত সভাপতি বলেন যে ১৯৭১ সনে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তিন বাহিনী একত্রিত হয়ে যৌথভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ নতুন সূচনা করেন, এই ২১ নভেম্বরের আক্রমণই সেই দখলদার বাহিনী পিছু হটতে শুরু করে, তাহার পর এই কয়েকটি একত্রিত হামলার করি বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে সশস্ত্র বাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা সমর্থ হয়। তাই এই সশস্ত্র বাহিনী দিবস আমাদের জাতির জন্য একটি উজ্জ্বল আলোকিত অধ্যায়ে রচনার দিন।

পরিশেষে সকলের মধ্যে কুশল বিনিময় করা হয় পরিশেষে বিশেষ নাস্তা শেষে জেলা কমিটির সম্মানিত সভাপতি আলোচনা সভায় এখানে আজকের মত মুলতবি করেন।

পূর্ববর্তী খবরচরফ্যাশনে-৫ বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত আসামি পলাতক।
পরবর্তী খবরবোরহানউদ্দিন ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।