ভোলা সময় নিউজ।
স্টাফ রিপোর্টার।
মোঃ হেলাল উদ্দিন
সমগ্র বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে আলোকিত জ্ঞানীর সপ্তম আসরে সেরা ১৪ জনের মধ্যে নির্বাচিত হয়েছিলো ভোলার ছেলে, ধনিয়া নাছির মাঝি জৌলিশ হাওলাদার বাড়ীর কৃতি সন্তান মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক।
প্রতিটি ধাপে খুব ভালো ফলাফল করে অবশেষে স্বপ্নের ফাইনালে এসে ১ম স্থান অধিকার করেন।আলোকিত
জ্ঞানী ২০২১ এর অনুষ্ঠানে ভোলার ছেলে ১ম হয়ে ভোলাকে আরো একবার সমগ্র বাংলাদেশের কাছে তুলে ধরেছে। আজ তিনি ১ম স্থান অর্জন করে তিন লক্ষ টাকা পেয়েছেন।তিনি নিজে যেই মাদ্রাসায় শিক্ষকতা করেন সেখানে এক ভাগ এবং বাকী দুই ভাগ মা ও শাশুড়ী কে ওমরা করানোর জন্য খরচ করবেন।তিনি হজ্জ করার সুযোগ পেয়েছেন এবং মালয়েশিয়া ভ্রমণের সুযোগ পেয়েছেন। আবু বকর ভোলার ঐতিহ্যেবাহী নাছির মাঝি জৌলিশ হাওলাদার বাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।