সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুছ এর পৌর ৩নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
আসন্ন ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ এর সাথে ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মে ) বিকালে ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালিবাড়ি রোডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোলা পৌরসভার প্যানেল মেয়র ও ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সালাউদ্দিন লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ভোলা সমিতির নেতা মোঃ ইউসুফ।
এছাড়া মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ভোলা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহে আলম, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মনজুর আলম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওমর ফারুক, ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান সহ জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইউনুছ কে চেয়ারম্যান হিসেবে আমরা উপজেলা পরিষদে দেখতে চাই। তিনি নির্বাচনে নির্বাচিত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। সদর উপজেলা ন্যায় ও ইনসাফ এর ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। সরকারের সকল সুযোগ সুবিধা প্রকৃত উপকার ভোগীরা পাবে।