শিবপুর বাসীর প্রতি মনিরুল ইসলাম মনিরের কৃতজ্ঞতা

0
11

শিবপুর বাসীর প্রতি মনিরুল ইসলাম মনিরের কৃতজ্ঞতা :

ভোলা প্রতিনিধি :মেহেদী হাসান মিরাজ

শিবপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির । আজ ভোলা উপজেলা কমপ্লেক্সে আওয়ামীলীগের তৃণমূল নেতৃত্ব নির্বাচনের ডেলিগেট ভোট অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান মনোনয়ন বাছায় করতে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাদের নিয়ে এ ভোট অনুষ্ঠিত হয়।

সকাল থেকে অনুষ্ঠিত তৃণমূলের এ ভোটে মনিরুল ইসলাম মনির ৪৫ ভোট পেয়ে জয় হয়েছেন। এই ফলাফলের জন্য মনিরুল ইসলাম মনির শিবপুর ইউনিয়নবাসীর আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারিবারিক সূত্রে ছাত্রজীরন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনিতির সাথে জড়িত।

নিজের জীবন বাজিরেখে আওয়ামীলীগের দুর্দিনেও দলের জন্য কাজ করে গেছি। আজ তৃণমূলের ভোটে জয় হয়ে সর্বোচ্চ ভোট পেয়ে তার প্রতিদান পেলাম। তাই কৃতজ্ঞতা জানাচ্ছি শিবপুরের মানুষের প্রতি। যতদিন বাচি শিবপুর আওয়ামীলীগের নেতা কর্মী ও সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো।

পূর্ববর্তী খবরবোরহানউদ্দিন পক্ষিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন কে দেখতে মানুষের ঢল।
পরবর্তী খবরলালমোহনে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার।