লালমোহনে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা ধলীগৌর নগর ইউনিয়নের সমুদ্রগামী জেলেদের মধ্যে প্রথম কিস্তির ৩০ কেজি করে বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) ধলীগৌর নগর নুরুল্লাহ বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০৭০ জন জেলেদের লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খভাবে সুবিধাভোগী জেলেদের মধ্য ৬২ টন চাল বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, ধলীগৌর নগর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি ধলীগৌর নগর ইউনিয়ন (শাখা) সভাপতি দেলোয়ার হোসেন নসু, সহ-সভাপতি মোঃ ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বাবলু মহাজন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, উপজেলা মহিলা দল সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, নাজিম উদ্দীন মহাজন প্রমূখ।