দৈনিক ভোলা সময় নিউজ।
লালমোহনে গরু ব্যাবসায়ী কুপিয়ে ৬ লক্ষ টাকা ছিনতাই
লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে ফয়েজ আহমেদ বেপারী নামে এক গরু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে ৬ লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীর দল।
( ১৬ নভেম্বর মঙ্গলবার) সকাল সাড়ে নয়টার দিকে লালমোহন উপজেলার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল শনির বাড়ির দরজায় এই ঘটনা ঘটে। আহত ফয়েজ আহমেদের বাড়ি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরমোল্লাজী হকু বেপারি বাড়ি।
আহত ফয়েজ আহমেদের ছেলে জিয়া উদ্দিন জানান, সোমবার কালাইয়া গিয়া আমি ও আমার চাচাতো ভাই মাইন উদ্দিন, শোহাগ, ও আমার বাবা ফয়েজ বেপারীসহ আমরা ১৭টা মহিশ নিয়ে সেখানে বিক্রি করে প্রায় ১২ লাখ টাকা পাই।
লালমোহন পর্যন্ত আমরা একসাথে আসি, এর পরে বাবাকে অর্ধেক টাকাসহ হোন্ডায় পাঠিয়ে দিয়ে আমরা পিছনে আসি।
১০ মিনিটের ব্যাবদানে কামাল শনির রাড়ির দরজায় আসলে রক্তাক্ত অবস্থায় বাবাকে দেখতে পাই।
আমরাসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে, তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে ফয়েজ উদ্দিন বেপারী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে তার ছেলে জিয়া উদ্দিন বলেন, আমরা লালমোহন থানায় একটি অভিযোগ দায়ের করেছি।