লালমোহনে এসএস সি পরীক্ষার শেষ দিনে ও নকলমুক্ত পরিবেশে কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহী অফিসার।

0
8

দৈনিক ভোলা সময় নিউজ।

লালমোহন এসএসসি পরীক্ষার শেষ দিনেও নকলমুক্ত পরিবেশে কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহি অফিসার

মোঃ সাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলা লালমোহন উপজেলায় নকলমুক্ত এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এসএসসি পরীক্ষার শেষ দিনেও পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেল নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা। তিনি (২৩ নবেম্বর মঙ্গলবার) লালমোহন উপজেলার সকল পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসএসসি পরিক্ষার শেষ দিনে নকল মুক্ত পরিক্ষা অনুষ্ঠানে লক্ষে সকল ধরনের ব্যাবস্থা গ্রহন করেন উপজেলা নিবার্হী অফিসার পল্লব কুমার হাজরা। এ সময় তিনি সুষ্ঠু পরিবেশ রক্ষার লক্ষ্যে সকল শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করেন। সেই সাথে সকল শিক্ষকদের বলেন, শিক্ষক যদি মনে করে কেউ নকল করে পাস করতে পারবে না, তবে সেটাই হবে প্রকৃত পরিক্ষা। এসএসসি পরীক্ষার শেষ দিনে, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, তার কেন্দ্রে আজ ১১জন অনুপস্থিত রয়েছে। অপর দিকে লালমোহন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই জানান, তার কেন্দ্রও ১৫ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উক্ত এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মাজেদ শাহ।

পূর্ববর্তী খবরলালমোহনে অসহায় পরিবারের সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে জমি দখল।
পরবর্তী খবরভোলায় গভীর রাতে শিক্ষকের বাগানে ঘর উত্তোলন, ৯৯৯ এর সহযোগিতায় বন্ধ, মামলার হুমকি।