লালমোহনে আগুনে পুড়ে ৪ গোডাউন ছাই ২০ লাখ টাকার ক্ষতি।

0
4

লালমোহনে আগুনে পুড়ে ৪ গোডাউন ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের ৪টি গোডাউন। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে একটি মুদি ও ৩ টি তুলার গোডাউন পুড়ে গেছে। রোববার বিকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে মৃর্ধাকান্দি এলাকা এ আগুনের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সুত্রপাত তা প্রাথমিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, গজারিয়া বাজার সংলগ্ন মৃর্ধাকান্দির স্বপন মৃর্ধা মালিকানাধীন ৪ গোডাউনে আগুন লাগে। এতে মুহুর্তে মধ্যে আগুন অন্য গোডাউনে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ডাক চিৎকার দিয়ে আগুন নেভানোর চেস্টা করে। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে মহসিনের একটি মুদি এবং বিল্লাল,রুবেল ও ইব্রাহিমের ৩টি তুলার গোডাউনের মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করে লালমোহন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোঃ মাসুদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তবে প্রাথমিকভাবে কিভাবে সুত্রপাত বা কি পরিমান ক্ষতি হয়েছে তা নির্ধারন করা হয়নি।

পূর্ববর্তী খবরভোলায় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাধারণ সভা অনুষ্ঠিত।
পরবর্তী খবরমামলার জালে লালমোহনের ৮ ইউপি, ষষ্ঠ দাপের দিকে তাকিয়ে আছে লালমোহন বাসি।