অনলাইন ডেস্ক,
দেশব্যাপী চলমান লকডাউনে জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।
দেশে করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের ‘লকডাউন’ শুরু হয়। তবে তার ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় দফয় কঠোর লকডাউন দেয় সরকার, যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত।
গতকাল করোনা ভাইরাসে দেশে সর্বোচ্চ ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত লাখ ১৮ হাজার ৯৫০ জন।