রাজাপুরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দিনমজুর রক্তাক্ত।

0
11

রাজাপুরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দিনমজুর রক্তাক্ত

ইকবাল হোসেন রাজু,

ভোলার রাজাপুরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক দিনমজুর কে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে।
বর্তমানে আহত দিনমজুর ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার বিকালে সবুজ মাঝির বাড়ীতে এই ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানাযায়, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে ইলিশা ৬নং ওয়ার্ডের মৃত্যু ভাষানী মাঝির ছেলে কবির হোসেন তার ফুফাতো শ্যালক ইসলাম মাঝি ছেলে সবুজ মাঝির সাথে জমি ক্রয় করেন।
ওই জমিতে সবুজ বাড়ীঘর করে বসবাস করেন অপরদিকে কবির হোসেন তার অংশ বাগান করে তার খালু মালেক মাতাব্বর কে দেখাশুনা করার দায়িত্ব দিয়েছেন কিন্তু সবুজদের দেখাশুনা করার দায়িত্ব না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে স্থানীয় কিছু গ্রাম্য মাতাব্বর ম্যানেজ করে কবির হোসেন কে ডেকে তার জমি সবুজের কাছে বিক্রি করতে চাপ প্রয়োগ করেন গ্রাম্য মাতাব্বররা কিন্তু কবির রাজী না হওয়ায় তাকে চেয়ার দিয়ে মাতাব্বরদের সামনে পিটিয়ে রক্তাক্ত করা হয় বলে জানান কবিরের স্ত্রী হাজেরা বেগম।
রক্তাক্ত অবস্থায় কবির কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে স্থানীয়রা।
এই বিষয়ে অভিযুক্ত সবুজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
রাজাপুর ৪নং ওয়ার্ডের মেম্বার হারুন চকিদার বলেন আপনারা যা শুনেছেন সবই সত্য।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, রক্তাক্ত অবস্থায় কবির কে আমি দেখেছি, অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবো।

পূর্ববর্তী খবরলালমোহনের বদরপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আসাদ উল্যাহ বিজয়ী।
পরবর্তী খবরইলিশায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন।