রাজধানী বনানীতে বার ব্যবসায়ীর লাইসেন্সবিহীন চলছে জমজমাট অবৈধ মাদক ব্যবসা । যার কোন লাইসেন্সই নেই ।
স্টাফ রিপোর্টার ।
রাজধানী বনানীতে আউয়াল কমপ্লেক্সের দ্বিতীয় ও তৃতীয় তলায় বার ও মদের ব্যবসায়ীর ম্যানেজার শহিদুলের নেতৃত্বে চলছে জমজমাট অবৈধ মাদক ব্যবসা।
সম্প্রতি রাজধানীর বনানী এলাকায় আউয়াল কমপ্লেক্স এর দ্বিতীয় ও তৃতীয় তলায় লক্ষ্মী নামের প্রতিষ্ঠানে চলছে বার ব্যবসা। উক্ত বার ব্যবসায়ীর লাইসেন্সবিহীন পুষ্টতায় ম্যানেজার শহিদুলের নেতৃত্বে প্রতিনিয়ত চলছে শিশা, ইয়াব্ গাজসহ বিভিন্ন মাদক ব্যবসা।
নিয়মবহির্ভূত অবৈধভাবে জমজমাট মাদক ব্যবসায় দেশের যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এবং কর্তৃপক্ষগন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেও দেখার কেউ নাই। প্রশাসনের ভূমিকা রহস্যজনক।
মাদকবিরোধী কর্মকাণ্ড এবং মাদকমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে অনতিবিলম্বে এহেন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহনের দাবি জানালেন অত্র এলাকার সচেতন মহল।
দুর্দান্ত প্রভাব ও আধিপত্য বিস্তারকারী ম্যানেজার শহিদুলের ভয়ে আশপাশের লোকজন মুখ খোলার সাহস পায় না বলে জানা যায়।