যাত্রী পারাপারের দায়েে ভোলায় দুই মাঝি আটক।

0
21

দৈনিক ভোলা সময় নিউ।

ভোলা প্রতিনিধি, সোহেল আহমদ।

লকডাউন অমান্য করে উত্তাল মেঘনায় মোটা অংকের টাকায় বিনিময়ে যাত্রী পারাপার এর দায়ে মানিক ও খোকন নামের দুই মাঝিকে আটক করেছে পুলিশ।
২৬শে জুলাই রাতে ইলিশাঘাট থেকে পুলিশ পরিদর্শক আনিসুর রহমান এর নেতৃত্ব এস আই ফরিদ ও এ এস আই মাইনুলসহ পুলিশের একটি টিম দুই মাঝি কে আটক করেন।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী খবরভোলায় দ্বিতীয়ত দফা লকডাউনে ১০৪ টি মামলায় ১১৬ জনকে জরিমানা।
পরবর্তী খবরভোলার ধনিয়ায় ছোট আলগীতে মাদক ব্যবসায়ী আটক।