ভোলা সময় নিউজ।
বিশেষ প্রতিনিধি, সাদমান সায়েম।
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদলীপুর গ্রামের চৌধুরী গাছি বাড়ির আবুল কালামের একমাত্র ছেলে মোঃ তুহিন (১৬) সংসারের হাল ধরতে গিয়ে দীর্ঘদিন যাবত কোমরের হাড় ভেঙ্গে ঘরে বিছানায় পড়ে আছেন।
সে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তুহিনের বাবা-মা।
তুহিনের বাবা আবুল কালাম একজন দৃষ্টি প্রতিবন্ধী তার কারণে তুহিনের কোনো চিকিৎসা চালাতে সক্ষম হননি। তাই
এলাকাবাসী সাহায্য করার পর ঢাকা পঙ্গু-হাসপাতালে চিকিৎসা নিয়ে অর্থের অভাবে বর্তমানে বাড়িত অবস্থান করছেন তুহিন।
তার চিকিৎসার জন্য প্রয়োজন এক লক্ষ টাকা।বর্তমানে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে তুহিনের।
তুহিনের পরিবার বলেন আমাদের তুহিন এত ছোট বয়সে কাজ করে তার ছোট বোনের পড়ালেখার খরচ ও আমাদেরকে তিনবেলা তিন মটু খাবার জোগাড় করে দিতো। তুহিনের অসুস্থ হওয়ার পর থেকে মাঝে মধ্যে না খেয়ে ও থাকতে হয় আমাদের। চোখের সামনে কি আমাদের তুহিন এভাবে চলে যাবে। তাই আমাদের আদরের সন্তানকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ্য করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন সহ সমাজের সকল বিত্তবানদের কাছে আর্থিক সহযোগীতা চেয়ে বলেন চিকিৎসা করানোর জন্য দায়িত্ব নিলে কৃতজ্ঞ থাকবে অসুস্থ তুহিনের পরিবার। অসুস্থ তুহিনের পরিবারের সাথে যোগাযোগ করার নাম্বার- ০১৭২৭৩৭৯১৯৬।