মদনপুর বাসির স্লোগান ১১ তারিখ সারা দিন নান্নু ভাইকে নৌকা মার্কায় ভোট দিন।

0
64

বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।

দৌলতখান উপজেলার ১ নং মদনপুর ইউনিয়নের সুযোগ্য বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ এ কে এম নাসির উদ্দিন নান্নু মিয়া কে, নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবাই প্রহর গুনছেন।

ভোলা জেলার দৌলতখান উপজেলার ১ নং মদনপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ এ কে এম নাসির উদ্দিন নান্নু মিয়া কে, আবারো নৌকা মার্কায় বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

জনাব মোঃ নান্নু মিয়া ভোলা থেকে বিচ্ছিন্ন দ্বীপ মদনপুর ইউনিয়নের মানুষকে পূর্ণবাসনে তাদের জন্য ঘর নির্মাণ জমিতে চাষাবাদ সবার স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন মানবকল্যাণে কাজ করে আসছেন।

নান্নু মিয়া ইউনিয়ন বাসিকে নিজের সন্তানের মত সবসময় দেখাশুনা করেন। ইতিমধ্যে প্রত্যেক গ্রাম হবে শহর এবং প্রত্যেক গ্রামে বিদ্যুতায়নের আওতায় আনার জন্য এই সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য জনাব মোঃ নান্নু মিয়া অক্লান্ত পরিশ্রম করে মদনপুর ইউনিয়ন বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে সামর্থ হয়েছেন।

মদনপুরের অসহায় মানুষের জন্য বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, বিধবাদের জন্য বিধবা ভাতা, জেলেদের জন্য জেলে কার্ড, সঠিক প্রাপ্য দের জন্য সুনিশ্চিত করেছেন। এবং বাল্যবিবাহ প্রতিরোধের জন্য ব্যবস্থা নিয়েছেন।

২ নং ওয়ার্ডবাসী, মোঃ রুহুল আমিন মিয়া বলেন আমাদের নান্নু চেয়ারম্যান একজন নরম ভদ্র প্রকৃতির সৎ মানুষ, উনার মত চেয়ারম্যান আমরা পেয়ে ধন্য। উনার বিচার কালীন সময় কোন আপন পর নেই, বিচার কালীন সময় উনি সবাইকে সমান চোখে দেখেন। উনার মত ভাল চেয়ারম্যান আমাদের অত্র ইউনিয়নে উন্নয়নের জন্য বারবার প্রয়োজন।

৬ নং ওয়ার্ডবাসী, মোঃ মিলন মাঝি বলেন, নান্নু চেয়ারম্যান যদি এই মদনপুর বাসির আবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয় তাহলে মদনপুর থেকে জলদস্যু চিরতরে কমে যাবে। কারণ নান্নু মিয়া অন্যায় মানুষের উপর জুলুম তাহা কোন সময় বরদাস করতেন না। উনি প্রশাসনের সহায়তায় নিয়ে এবং আমাদের এমপি মহোদয়ের সহায়তা নিয়ে জলদস্যু সন্ত্রাস তাদেরকে রুখে দিবে এটা আমার বিশ্বাস।

খেয়া পারাপারের কালাম মাঝি প্রতিবেদককে বলেন, নান্নু চেয়ারম্যান একজন সৎ ও যোগ্য চেয়ারম্যান, উনার মতো ভালো মানুষ চেয়ারম্যান পদে প্রত্যেক ইউনিয়নে থাকলে বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি নদীপথে নৌকা চালিয়ে জীবন যাপন করি, নান্নু মিয়া একজন চেয়ারম্যান উনি আসা-যাওয়ার পথে সব সময় আমার পরিবারের খোঁজ খবর নিয়ে থাকেন। উনি বিভিন্ন সুখে-দুঃখে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আপনি অত্র এলাকার যত মানুষকেই জিজ্ঞেস করবেন যে নান্নু মিয়ার মতো ভালো লোক কমই আছে। তাই আমিও মদনপুর বাসীকে খেয়া পারাপারের মাধ্যমে সবার কাছে অনুরোধ করে বলি আপনারা মোঃ নান্নু মিয়াকে নৌকা মার্কায় ভোট দেবেন।

পূর্ববর্তী খবরচরফ্যাশনে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও।
পরবর্তী খবরমোঃ বাবুল ওয়ার্ডবাসী সহ সবার কাছে দোয়া চেয়েছেন।