মদনপুর পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, আহত-২
ভোলা প্রতিনিধি
পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম এর ছেলে মোঃ সোহেল (২৬) ও আতিক উল্লাহ এর ছেলে মোঃ রায়হান (৩০) । এই হামলায় গুরুতর আহত হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৪০ নং ও ৩৬ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা।
৭ই মার্চ (বৃহস্পতিবার) ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ২ নাম্বার আবাসন এর সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত সোহেল অভিযোগ করে বলেন, বিগত ৬ মাস আগে আমার কাছ থেকে আজিজুল মাঝির ছেলে কামাল ৩০ হাজার টাকা ধার নিয়েছে। বেশ কয়েক বার তার কাছ থেকে আমরা পাওনা টাকা চাইলে ও সে আমার টাকা দেই দিচ্ছি বলে বিভিন্ন তালবাহানা করতে থাকে। আজকে আমি তাকে দেখতে পেয়ে টাকা চাই। সে আমার টাকা দিবে না বলিয়া অস্বীকার করেন। কেন টাকা দিবে না তাকে এ কথা জিজ্ঞেস করলে সে আমার গালে চড় মারে। আমাকে চড় মারা দেখে সেখানে উপস্থিত থাকা রায়হান আইসা কামালকে জিজ্ঞেস করলে কামাল ও তার ভাই বাচ্চু, সাহেব আলী এবং আইয়ুব মিলে আমাকে ও রায়হানকে খুর দিয়ে এলোপাতাড়ি পোচাতে থাকে ও মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে আমরা মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। আমি উক্ত হামলার উপযুক্ত বিচার দাবি করছি।
এ ঘটনায় দৌলতখান থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার।
Dating is a truly joyful experience. Sometimes we lose sight of this truth in our search for the right Online dating site
Comments are closed.