মদনপুর পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, আহত-২,

1
8

মদনপুর পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, আহত-২

ভোলা প্রতিনিধি

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম এর ছেলে মোঃ সোহেল (২৬) ও আতিক উল্লাহ এর ছেলে মোঃ রায়হান (৩০) । এই হামলায় গুরুতর আহত হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৪০ নং ও ৩৬ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা।

৭ই মার্চ (বৃহস্পতিবার) ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ২ নাম্বার আবাসন এর সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সোহেল অভিযোগ করে বলেন, বিগত ৬ মাস আগে আমার কাছ থেকে আজিজুল মাঝির ছেলে কামাল ৩০ হাজার টাকা ধার নিয়েছে। বেশ কয়েক বার তার কাছ থেকে আমরা পাওনা টাকা চাইলে ও সে আমার টাকা দেই দিচ্ছি বলে বিভিন্ন তালবাহানা করতে থাকে। আজকে আমি তাকে দেখতে পেয়ে টাকা চাই। সে আমার টাকা দিবে না বলিয়া অস্বীকার করেন। কেন টাকা দিবে না তাকে এ কথা জিজ্ঞেস করলে সে আমার গালে চড় মারে। আমাকে চড় মারা দেখে সেখানে উপস্থিত থাকা রায়হান আইসা কামালকে জিজ্ঞেস করলে কামাল ও তার ভাই বাচ্চু, সাহেব আলী এবং আইয়ুব মিলে আমাকে ও রায়হানকে খুর দিয়ে এলোপাতাড়ি পোচাতে থাকে ও মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে আমরা মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। আমি উক্ত হামলার উপযুক্ত বিচার দাবি করছি।

এ ঘটনায় দৌলতখান থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার।

পূর্ববর্তী খবরআগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা জেলায় বিভিন্ন ইউনিয়নে শিক্ষিত সৎ প্রার্থী দেখা যাবে।
পরবর্তী খবরবোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা।

1 মন্তব্য

Comments are closed.