মদনপুরের চেয়ারম্যান ইউনিয়ন থেকে ট্রলার যোগে ভোলা ফেরার পথে দুষ্কৃতিকারীদের এলোপাতাড়ি গুলিতে এক যুবলীগ নেতা নিহত।

0
15

মদনপুরের চেয়ারম্যান ইউনিয়ন থেকে ট্রলার যোগে ভোলা নাছির মাঝি ঘাটে ফেরার পথে, কিছু দুষ্কৃতিকারী স্পিডবোট যোগে তাকে হত্যার উদ্দেশ্যে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এতে গুলিবিদ্ধ হয়ে টিটু নামের এক যুবলীগ নেতা নিহত।

আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে ভোলার মদনপুর থেকে ট্রলার যোগে ভোলা সদরের উদ্দেশ্যে আসার সময় মেঘনা নদীর চেয়ারম্যানবাজার-নাছিরমাঝি নৌপথের হেতনার হাটে মদনপুরের চেয়ারম্যান মোঃ নান্না মিয়া সহ মেম্বারদের বহন করা ট্রলারে গুলি চালানো হয়।

উক্ত হামলায় জেলা যুবলীগ নেতা টিটু গুলিবিদ্ধ হয়েছেন। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন।

উল্লেখ্য, সন্ত্রাসীদের হামলার শিকার ট্রলারে, মদনপুরের ইউপি চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দিন সহ তারা ৪ ভাই, তার ছেলে সন্তান ও ভাতিজা ছাড়াও মো. হেলাল, আবদুল খালেক, মো. ইউসুফসহ মদনপুর ইউনিয়নের ৮ জন মেম্বার ছিলেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান,
আজ নির্বাচন পরবর্তী মিলাদ শেষে ভোলা সদরে ফেরার পথে এ ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে অতি দ্রুত আসামীদের আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী খবরলালমোহনে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরবর্তী খবরমদনপুরের চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি, সেই গুলিতে যুবলীগ নেতা টিটু নিহত, ও অনেকেই আহত।