ভোলা-১ সদর আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ফজলুল কাদের মজনু মোল্লা।

0
0

ভোলা-১ সদর আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ফজলুল কাদের মজনু মোল্লা

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

ভোলা সদর-১ (১১৫) আসনে মনোনয়ন ফরম জমা দিলেন, ভোলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী, বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুল কাদের মজনু মোল্লা। সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে এ মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম রনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম নিরব মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম সাহা, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য তোফায়েল আহমেদ মাস্টার, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের ভোলা জেলার আহ্বায়ক শহিদুল ইসলাম তালুকদার, ৪ নং কাচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ ভিপি, সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা।

ফজলুল কাদের মজনু মোল্লা দুপুর ২টার দিকে নেতা কর্মীদের সাথে নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে ভোলা-১ (১১৫) আসনে মনোনয়ন ফরম জমা দেয়।

পূর্ববর্তী খবরবিয়ের নামে প্রতারণা করে ৩ বছর ধরে নারীকে ধর্ষণের অভিযোগ।
পরবর্তী খবরভোলা-১ সদর আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ফজলুল কাদের মজনু মোল্লা।