ভোলা সদর ধনিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে মোঃ হৃদয় ও মোঃ মনির নামের দুই মাদক ব্যবসায়ী আটক!

0
63

নিজস্ব প্রতিনিধি,

অদ্য ১৫ এপ্রিল ২০২১ খ্রিঃ তারিখ রাত ০০:৩০ ঘটিকার সময় এস আই (নিঃ) রিপন ও সংগীয় অফিসার ফোর্স সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ধনিয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড হইতে মাদক ব্যবসায়ী

১৷ মোঃ হৃদয় (২৭), পিতাঃ মোঃ বাবুল সাং- চেউয়াখালি ০২ নং ওয়ার্ড

, ২। মোঃ মনির হোসেন (৪২), পিতা- ইউসুফ মুন্সি, সাং- চেউখালি ৩নং ওয়ার্ড থানা ও জেলা-ভোলা। অভয় অবৈধ মাদক ব্যবসায়ীদের কে, মাদকদ্রব্য ১০( দশ) পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাজা সহ গ্রেফতার করেন।

এদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।

পূর্ববর্তী খবরভোলায় লকডাউন কর্মসূচি বাস্তবায়নে পুলিশি কার্যক্রম!
পরবর্তী খবরকরোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নেওয়া যাবে!