ভোলা সদর উত্তর দিঘলদী ইউনিয়নে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক-১

0
15

ভোলা সময় নিউজ।

জেলা প্রতিনিধি,

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হইতে ২০ পিস ইয়াবাসহ সজীব (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

বুধবার (৫ মে) মধ্যরাতে উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হইতে তাকে আটক করা হয়।

ভোলা সদর মডেল থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাহেবের নির্দেশনায়, মোঃ আসাদুজ্জামান ও সংগীয় ফোর্সের মাদক অভিযানে মাদক করবারি সজীবকে আটক করা হয়। এসময় মাদক কারবারি সজীবের কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। মাদক করাবারি সজীব দৌলতখান থানার উত্তর জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলামের ছেলে। মাদক আইনে মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী খবরঅসকস সভাপতি ভোলা জেলা শাখা, অসকস বাংলাদেশের সকল সহযোদ্ধা ভাইদেরকে এক হয়ে সংগঠনের জন্য কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
পরবর্তী খবরভোলায় বজ্রপাতে ১ যুবকের মৃত্যু!