ভোলা লকডাউন এর নির্দেশনা অমান্য করাতে ১০৭ জনের জরিমানা!

0
22

 শহর প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম
ভোলায় করোনা সংক্রামনরোধে লকডাউন বাস্তবায়নে চতুর্থ দিনে আরো ১০৭ জনের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও লকডাউন নির্দেশনা অমান্য করার দায়ে ৮৭ মামলায় ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে ৫২৪ জনের জরিমানা আদায় করা হয়েছে।
করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে শনিবার (১৭ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে। এছাড়াও জনসাধারনকে মাস্ক ব্যবহারে ও লকডাউনের নির্দেশনা মেনে চলতে সতর্ক করে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্তে্। জরিমানা আদায়কৃতদের মধ্যে ভোলা সদরে ২৮জনকে ১৬ হাজার ৬০০ টাকা, দৌলতখানে ৪ জনের ৪ হাজার ৫০০ বোরহানউদ্দিনে ১৮ জনের ১৬ হাজার ৬০০ টাকা, তজুমদ্দিনে ১০ জনকে ৪ হাজার ৬০০, মনপুরায় ৪ জনের ৩ হাজার এবং চরফ্যাশনে ৪৩ জনের ২০ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে লকডাউনের চতুর্থ দিনেও মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় পৃথক অভিযানে ৮৭ মামলায় ১০৭ জনকে অর্থদন্ড প্রদান করা হয়।
জনসাধারণকে মাস্ক ব্যবহারে সচেতন করার পাশাপাশি লকডাউন নির্দেশনা মেনে চলায় সতর্ক করা হয়।

 

পূর্ববর্তী খবরসর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত ১৯ এপ্রিল
পরবর্তী খবরদেশ ও জাতির ক্রান্তিকালে দায়িত্ব কাঁধে নিচ্ছেন সেনা বাহিনী! আজ দেশের ১০০০ বেডের সর্ববৃহৎ করোনা হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে দায়িত্ব নিচ্ছেন সেনা বাহিনী!