ভোলা রাজাপুর এর রতনকে মেহেন্দিগঞ্জ উপজেলা কালিগঞ্জ সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে!

0
36

নিজস্ব প্রতিনিধি,

ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন ১নং রামদাস পুর গ্রামের বাসিন্দা মোঃ রতন সরদার কে ১০ এপ্রিল রাত ১২ টা সময় তার মেয়ের জামাই বাড়ী মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকার সন্ত্রাসী মোহাম্মদ মিলন এর নেতৃত্বে মিল্টন, রিপন, নান্টু, নাসির, সহ আরও ৮ হইতে ১০ জন মিলে অতর্কিত হামলা করি।
উক্ত বিষয়ে ভিকটিম রতন সরদার ছেলের রুবেল, ওই এলাকার সামসু সহ অনেকে জানান, পূর্বের পরিকল্পিত এক মার্ডার মামলার ওই এলাকার তারেক এর নামে কোটে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তাদের হাতে থাকা দা, ছেনি লোহার রড লাঠি সহ দেশীয় বিভিন্ন অস্ত্র ধরা এল পাথারীকুপিয়ে-পিটিয়ে সমস্ত শরীরে রক্তাক্ত জখম করে ডান হাত ভেঙ্গে ফেলে, আহত রতন সরকারের ডাক চিৎকার শুনে এলাকার লোকজন এসে সন্ত্রাসীদের হাত থেকে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে,, এলাকা লোকজন উদ্ধার করতে ব্যর্থ হলে মেহেন্দিগঞ্জ থানায় ফোনের মাধ্যমে জানালে পুলিশ এসে লালগঞ্জ বাজারের উত্তর পাশে মিলনের বাড়ি থেকে আহত রতন সরদার কে তাদের কাছ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে, পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, বরিশাল হাসপাতালে দুইদিন থেকে সন্ত্রাসীদের ভয়ে গত ১২ এপ্রিল ভোলা সদর হাসপাতালে ভর্তি হন, বর্তমানের রতন সরদার ভোলা সদর হাসপাতালে ৩১ নং বেডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন,
এ বিষয়ে অভিযুক্ত মিল্টন কে ০১৭১৬১০৩০৯২ মুঠোফোনে বিষয় সম্পর্কে জানার জন্য ফোন করলে সেই রিসিভ করেননি,
উক্ত বিষয়ে ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে,।

পূর্ববর্তী খবরপ্রকাশিত সংবাদের প্রতিবাদ!
পরবর্তী খবরদেশে করোনায় আরো ৬৯ জনের মৃত্যু!