ভোলা বোরহানউদ্দিন কুন্জের হাট মহাসড়কে ট্রাকের ধাক্কায় পুলিশের এ এসআই আকলিমা নিহত।

0
47

ভোলা সময় নিউজ

 

মো জাফর ইসলাম ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ভোলা থেকে চরফ্যাশন গামী ঢাকা মেট্রো- ট – ১৬-৫৩৯০ ট্রাকের ধাক্কায় বোরহানউদ্দিন থানায় কর্মরত নারী এএস আই আকলিমা বেগম ঘটনাস্থলে নিহত হয়েছে। রবিবার দুপুরে কুঞ্জেরহাট বাজারে এ ঘটনা ঘটে। এসময় ট্রাকটি আটক করে পুলিশ। মোটরসাইকেল যোগে ফকির হাট এলাকা থেকে একটি ঘটনার তদন্তকরে কুঞ্জর হাট বাজারে আসলে ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নারী এএস আই আকলিমা বেগম নিহত হয়।

বোরহানউদ্দিন থানায় যোগদানের পর সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন পুলিশে এ নারী এএস আই আকলিমা বেগম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার তদন্ত চলছে পুলিশের।

পূর্ববর্তী খবরভোলায় প্রধানমন্ত্রী কর্তৃক করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্রদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে বরিশাল রেন্জের ডিআইজি
পরবর্তী খবর