ভোলা বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়ন এ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ।

0
20

ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিঁয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দালালবাজার সংলগ্নে ২২ নং পদ্মা মনোসা সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় কে নিঃস্বার্থভাবে ২৪ শতাংশ জমি দান করেন,ঐ স্কুলের প্রার্থন প্রধান শিক্ষক নান্টু চন্দ্র দাস।কিন্তু বর্তমান ঐ স্কুলের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন হিমু মাস্টার ৫২ শতাংশ জমি দাবী করে, স্কুলের পাশে থাকা জমির উপর বাউন্ডারি দেয়াল উঠানোর জন্য কাজ শুরু করেন,কিন্তু উক্ত জমির ক্রয় সুত্রে মালিক অবসর প্রাপ্ত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল কবীর হোসেন,তিনি তার জমির উপর দেয়াল উঠানো বাঁধা প্রধান করলে,হেমায়েত মাষ্টার মিথ্যার আশ্রয় নিয়ে কবীরের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকের কাছে ৫ লক্ষ টাকা চাঁদার অভিযোগ করেন।যাহার কোন সত্যতা পাওয়া যায়নি,স্থানিয় সাংবাদিক তাহার মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে ভিবিন্ন অনলাইন পোর্টলে ও একাদিক পত্রিকায় নিউজ পরিবেশন করেন।নিম্মে ঐ স্কুলে জমি দাতার ভিডিও বক্তব্য সংযুক্ত করা হলো। সকলে মনোযোগ দিয়ে শুনুন,এবং মিথ্যা নিউজের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

পূর্ববর্তী খবরTest
পরবর্তী খবরসকলকে পালন করার তৌফিক দান করুন।আমিন