ভোলা বোরহানউদ্দিন উপজেলা পরিষদের পুকুর খননে ব্যাপক অনিয়ম।

0
19

দৈনিক ভোলা সময় নিউজ।

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিনের উপজেলা পরিষদের পুকুর ও ঘাটলা সংস্কার কাজটি ঠিকাদারের নিজেস্ব লেবার দিয়ে না করিয়ে উপজেলা পরিষদের এসও জসিম উদ্দিন অর্থ আত্মসাত করার লক্ষে কাজটি বিনা খরচে অন্যায় ভাবে গ্রামের রাস্তা সংস্কার কাজে নিয়োজিত আরএমপি প্রকল্পের অসহায় ৪০জন নারীকে দিয়ে বাধ্যতামূলক ভাবে করাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত ৪জুলাই ২০২১ রবিবার বোরহানউদ্দিন উপজেলা পরিষদের পুকুর পারে গিয়ে দেখা যায় এসব মহিলাদেরকে দিয়ে বাধ্যতামূলক ভাবে কাজ করাচ্ছে বোরহানউদ্দিন এলজিইডি (উপ-সহকারী) এসও জসিম উদ্দিন।স্থানীয় সূত্রে জানা যায় পুকুরটি ৬০/৭০ শতাংশ খনন করবে বেকু দিয়ে ৪০/৩০শতাংশ খনন করবে ডেইলি লেবার দিয়ে কিন্তু তা না করে উপজেলা এলজিইডি উপ-সহকারী জসিম ড্রেজার দিয়ে পুকুর টি খনন করে।তাদের ইচ্ছা মাফিক কাজ করার কারনে পুকুর চার পাশ্ব ভেঙে পড়ে যায় এতে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে মাধ্যমিক শিক্ষা সংলগ্ন রাস্তাটি,এমন কি পুকুরের দক্ষিণ পার্শ্বে ঘাটলা টি ডেবে গেছে। স্থানীয়রা মনে করেন এলজিইডি অনিয়ম এর কারনে উপজেলা পরিষদের পুকুরটি হুমকির মুখে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান-পুর্ব পাশ্বের রাস্তাটি ভেঙে যাওয়ায় এলজিইডি কে চিঠি দেওয়ার ফলে বাঁধ দিয়ে পূর্ব পাশ্বের রাস্তার রক্ষায় বালিভর্তি বস্তা দিচ্ছে। অপর দিকে ওই নারীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়,আমরা আরএমপি প্রকেল্পের আওতায় গ্রামের রাস্তা-ঘাট সংস্কারের কাজ করি। জসিম স্যার সেখান থেকে আমাদেরকে এনে এ কাজে লাগিয়ে দিয়েছে।এ ব্যাপারে এসও জসিম উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে বোরহানউদ্দিন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শ্যামল কান্তি গাইন তার বক্তব্যে বলেন।বৃষ্টির কারণে পুকুর পাড় ভেঙে পড়েছে ঠিকাদার প্রতিষ্ঠান মাধ্যমে পার মেরামতের কাজ চলমান আছে।

পূর্ববর্তী খবরকুরবানীর লক্ষাধিক পশু নিয়ে শঙ্কায় আছেন দ্বীপ জেলা ভোলার খামারিরা।
পরবর্তী খবরস্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইলিশায় চেয়ারম্যান হাসান মিয়ার নির্দেশে গ্রামপুলিশের মহড়া।