ভোলা বোরহানউদ্দিনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তুহিন খন্দকার, ভোলা:
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় কেক কাটে ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) উপজেলা যুবদলের আয়োজনে সকাল ১১ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলা বাসস্ট্যান্ডে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ ও দৌলতখান-বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র সমন্বয়ক আকবার হোসেন হাওলাদার।
বোরহানউদ্দিন উপজেলা যুবদল আহবায়ক শিহাব হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি, সরোয়ার আলম খান, উপজেলা বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আজম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম নাসিম, উপজেলা বিএনপি
মহিলা দলের সদস্য সচিব ইশরাত জাহান বনি, পৌর বিএপি সিনিয়র ভাইস-প্রসিডেন্ট আলী আকবার পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, পৌর যুবদলের আহব্বায়ক হেলাল উদ্দিন মুন্সী, সদস্য সচিব জাফর মৃধা, বড় মানিকা ইউনিয়ন যুবদলের আহবায়ক রিয়াজ হাওলাদার, সদস্য সচিব জামাল হাওলাদার,
উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত।
এ সময় বোরহানউদ্দিন উপজেলার বাসস্ট্যান্ডে বিএনপি’র যুবদলের প্রতিষ্ঠা বার্ষীকি অনুষ্ঠানে হাজার হাজার বিএনপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
তুহিন খন্দকার, ভোলা।
২৭/১০/২০২৪ ইং
01721655380