ভোলা সময় নিউজ।
বিশেষ প্রতিনিধি, মোঃ মিজানুর রহমান
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পূর্বশত্রুতার জের টিউব ওয়েলের পানি নেওয়াকে কেন্দ্রকরে প্রতিপক্ষের হামলায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী রুজিনা (২৫) , রিনা(৩০), নুর উদ্দিন (৩৫) কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ।
তাদের প্রতিপক্ষ শফিকুল ইসলাম (৪৫), রানু (৩৫) ও মিম (১৫) সহ আরো অজ্ঞাত ২ হামলা চালায় এমন অভিযোগ আহতদের।
আহতরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
টিউবওয়েলের পানির সাইট লাইন নেওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল সারে ৭ টায় দু বার এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহত রুজিনা জানান, হামলাকারী শফিকুল ইসলাম ও আমরা একই বাড়িতে বসবাস করি। আমাদের বাড়িতে সরকারি একটি টিউবওয়েল (পানির কল) আছে। সেই পানির কল থেকে একটি সাইট লাইন নেয় হামলাকারী শফিকুল ইসলাম গংরা। পরে পানির কলটি নষ্ট হয়ে যায়। আমরা ১০ টি পরিবার কয়েক দিন পুকুরের পানি খেতে হয়। তখন আমরা পানির কল থেকে সাইট লাইন নেওয়ায় আমরা ১০ টি পরিবার সাইট লাইনের বিরোধিতা করি। এবং টিউবওয়েলের সাইট লাইন বন্ধ করার জন্য তাদেরকে বলি। তাই তারা পূর্বপরিকল্পিত ভাবে বৃহস্পতিবার রাতে আমাদেরকে মারধোর করে। পরে আবার শুক্রবার সকালে টিউবওয়েলে গোসল করতে যাই। সেখানেও আমাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে তারা । আমি ৭ মাসের অন্তঃসত্ত্বা হলেও আমাকেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তারা আমাদেরকে হত্যার হুমকি দেয় ।
আমরা স্থানীয়দের সহায়তায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলামের স্ত্রী রানু বেগম জানান, আমাদের বাড়িতে একটি টিউবওয়েল আছে। সেই টিউবওয়েল থেকে আমরা বাসায় সাইডলাইন নেই। কিছুদিন পরে তারা সাইডলাইনটি ভেঙ্গে দেয়। আমরা মিস্ত্রি দিয়ে সাইড লাইন ঠিক করতে গেলে তারা বাধা দেয়। সকাল বেলা টিউবয়েলের গোড়ায় কথার কাটা-কাটি হয়। পরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। সেখানে আমাদের ৩ জন আহত হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।