ভোলা বোরহানউদ্দিনে ট্রাক-বোরাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৫

0
16

ভোলা সময় নিউজ।

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার লালদিঘির পাড় এলাকায় চরফ্যাশন থেকে ভোলা গামী ঢাকা মেট্রো অ-১১- ৩৬০৯ ট্রাক ও বোরহানউদ্দিন থেকে উদয়পুর রাস্তার মাথা গামী ব্যাটারীচালিত বোরাক মুখো-মুখি সংঘর্ষে ঘটনাস্থলে আলম (৬০) নামের এক বোরাক যাত্রী নিহত হয়েছে। এসময় তোফাজ্জ (৬৫), জাকির (৬০), আকবর (২২), কামাল (৩৫), মাহামুদুল হাসান (২৩) গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় লালদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আকবরকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। নিহত আলম টবগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মন্তাজ উদ্দিন হাওলাদারের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আলমের লাশ বোরহানউদ্দিন হাসপাতালে রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেন।

পূর্ববর্তী খবরআওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের ঈদ পূর্ণমিলনী।
পরবর্তী খবরমনপুরা টু চরফ্যাশন নৌরুটে আইনের তোয়াক্কা না করে প্রতিদিন আদায় করছে অতিরিক্ত ভাড়া।