ভোলা বাংলাবাজারে ২ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত।

0
77

ভোলা সময় নিউজ।

ভোলা প্রতিনিধি, সোহেল আহম্মদ।

নুরে আলম (৩৫) নামে এক এনজিও কর্মী মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা বাংলাবাজার এলাকার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃর্ধা বাড়ির জহিরুল আলমের ছেলে। সে লক্ষীপুর একটি এনজিওতে চাকরি করেন।’

বাংলাবাজার পুলিশ (ফাঁড়ির) তদন্ত কেন্দ্রের ইন-চার্জ গোলাম মোস্তফা স্থানীয়দের বরাত দিয়ে জানান, ‘নিহত নুরে আলম তার চাকরিতে যোগদান করতে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন। পথে মধ্যে বাংলাবাজার বড় মোল্লা বাড়ির সামনে মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরে আলমের ঘটনাস্থলেই মৃত্যু হয়।’
তিনি জানান ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক মোটরসাইকেল চালক পালিয়ে গেছে।

পূর্ববর্তী খবরভোলার অভিভাবক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সুস্থতার জন্য দোয়া কামনা।
পরবর্তী খবরস্থানীয় সরকার ইউপি নির্বাচনে ভোলা জেলার পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।