
দৈনিক ভোলা সময় নিউজ।
ভোলা পৌর কাঠালি ৮ নং ওয়ার্ড হাজ্বী ইকবাল এর বাসায় দুর্ধর্ষ চুরি,
এম এন আলম: ভোলা পৌর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ভোলার বিশিষ্ট ঠিকাদার হাজ্বী ইকবাল হোসেন এর বাসা রহিমা ভিলা গতকাল ২৬ অক্টোবর রাতে দুর্ধর্ষ চুরি হয়েছে,এতে ৪০ ভরি স্বর্ণের গহনা,৩ টি মোবাইল,একটি ল্যাপটপ, নগদ ২ লক্ষ টাকা সহ ইলেকট্রনিক্স মূল্যবান সামগ্রী নিয়ে গেছে,
সরজমিনে গিয়ে জানা যায় গত রাতে হাজী ইকবাল এর স্ত্রী সন্তান লালমোহন থেকে দাওয়াত খেয়ে এসে ব্যবহার রতো স্বর্ণালঙ্কার বাসার দ্বিতীয় তলায় দক্ষিণ পাশের রুমে আলমারিতে রাখে, সেখানে আরো স্বর্ণ অলংকার ছিল, রাত অনুমান সারে ১২ টার দিকে বাসার ২ টি রুমে ছেলে মেয়েদের কে নিয়ে ঘুমিয়ে পড়ে, সকালে ঘুম থেকে উঠে দেখে বাসার দক্ষিণ জালানার গ্রীল কেটে বাসায় ডুকে আলমারি ভেঙ্গে স্বর্ণ অলংকার নিয়ে গিয়েছেন,এমত অবস্থায় পুরো বাসা দেখতে গেলে দেখা যায় পশ্চিম পাশে আরকটি রুমে ঢুকে নগদ টাকা, ল্যাপটপ কিছুস্বর্ণ আলমারি ভেঙ্গে নিয়েছে , এতে দেখা যায় স্বর্ণালঙ্কার মোবাইল ল্যাপটপ সকল ইলেকট্রনিক্স সামগ্রী সহ প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।
উক্ত চুরির বিষয়ে সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন ঘটনাস্থলে যান এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে নিয়ে আসেন। এর সাথে আলাপ কালে তিনি আমাকে জানান বিষয়টি আমি দেখে এসেছি ইনশাআল্লাহ আসামীদেরকে আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত ধরতে সক্ষম হব। তবে এখনো মামলা হয়নি মামলা প্রক্রিয়াধীন আছে।
