ভোলা পলিটেকনিকেলের মেধাবী শিক্ষক শামীম বাঁচতে চান

0
74

দৈনিক ভোলা সময় নিউজ।
বিশেষ প্রতিনিধি,

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট (সিপিআই) এর সাবেক শিক্ষার্থী এবং ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট (বিএইচপিআই) এর ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষক আবদুর রহমান শামীম দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালের ডি-ব্লক, পাঁচ তলা, এমএনপি-০১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

রোগীর বন্ধু আল-আমিন চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, তার লিভারে টিউমার ধরা পড়েছে, যা বর্তমানে ক্যান্সারের থার্ড স্টেজে রূপ নিয়েছে। এর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। চিকিৎসকরা ভারতের চেন্নাইতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেখানে চিকিৎসা বাবদ প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা খরচ হতে পারে। তবে এ চিকিৎসার ব্যয়-ভার তার নিজের বা পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়।

আল-আমিন আরও জানান, বর্তমানে ওষুধ, টেস্ট ও কেবিনভাড়া বাবদ প্রতিদিন অনেক টাকা খরচ হচ্ছে। তিনি বলেন, এখন চিকিৎসা চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। তাই সবার সামান্য সহযোগিতাও এই মূহুর্তে শিক্ষক শামীমের অনেক উপকারে আসবে।

তিনি পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী, বন্ধু ও দেশবাসীর কাছে সাহ্যায্য প্রার্থনা করেছেন। সবার সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারেন শিক্ষক শামীম। পাশাপাশি ভোলা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থীরাও তাদের প্রিয় শিক্ষকের চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

এদিকে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের পক্ষ থেকেও শিক্ষক আবদুর রহমান শামীমের চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সাহায্য কামনা করা হয়েছে।

সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুর রহমান শামীম
বিকাশ:01779860603
, হিসাব নম্বর: ০৪০২৮০১০০৭৭০৫, সোনালী ব্যাংক লিমিটেড, বোরহানউদ্দিন শাখা।

পূর্ববর্তী খবরভোলার দৌলতখানে ৩৫০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী খবরকরোনা ভাইরাস পরিস্থিতির কারণে উৎপাদন ঘাটতি পোল্টির খাদ্যের দাম বেড়ে গেছে বিপাকে ভোলার খামারিরা