ভোলা তজুমদ্দিনে রেডক্রিসেন্ট ইউনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

0
32

ভোলা সময় নিউজ।

ফারহান-উর-রহমান সময়

তজুমদ্দিন প্রতিনিধি

বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যশ ভোলা সহ উপকূলীয় জেলা সমূহতে যে কোন সময় আঘাত হানতে পারে।সে লক্ষ্যে রেডক্রিসেন্ট যুব তজুমদ্দিন উপজেলা ইউনিটের প্রস্তুতি সভা সম্পন্ন হলো।ঘূর্ণিঝড় যশ মোকাবেলায়৷ ১/প্রচার ২/প্রাথমিক চিকিৎসা ৩/উদ্ধার ও সন্ধান গ্রুপে কাজ করার জন্য ১৫ জন সদস্যকে তিনটি টিমে ভাগ করে দেওয়া হলো।এবং এ বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো । এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন টিমের দলনেতা সুমাইয়া আক্তার আঁখি, উপদলনেতা–১ ফারহান -উর- রহমান সময়, উপদলনেতা –২ সুমাইয়া খানম তুবা ও অন্যান্য সদস্যবৃন্দ ।

পূর্ববর্তী খবরঘূর্ণিঝড় ‘যশ’ শক্তিশালী ‘সুপার সাইক্লোনে, পরিণত হতে পারে।
পরবর্তী খবরঘূর্ণিঝড় ইয়াস: ভোলায় প্রস্তুত ৭০৯ টি আশ্রয়কেন্দ্র!