ভোলা তজুমদ্দিনে ঠিকাদারকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ।

0
54

দৈনিক ভোলা সময় নিউজ।

তজুমদ্দিনে ঠিকাদারকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফারহান-উর-রহমান সময়

তজুমদ্দিন প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে মেসার্স তমা কনষ্ট্রাকশনের ছাপ ঠিকাদারকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে গুরুতর আহত কর্মকর্তাকে প্রথমে তজুমদ্দিন পরে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সোমবার সন্ধ্যায় মেসার্স তমা কনষ্ট্রাকশনের কুঞ্জেরহাট জোনের ছাপ ঠিকাদার মোঃ রুবেল অফিসিয়াল কাজ শেষে বাড়ী ফেরার সময় বাড়ির কাছে নতুনহাট ভূঁইয়া বাড়ীর দরজায় পৌছলে দুর্বৃত্তরা গতিরোধ করে। রুবেলের কাছে থাকা ১লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করার সময় ধস্তাধস্তি করলে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে ৫৯ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এসময় ছিনতাইকারী নাজিম ও রাজিবকে চিনে ফেলে। এসময় রুবেলের বড় ভাই মিরাজ ছিনতাইকারীদের আটকানোর চেস্টা করলে তাকে কোপানো হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে। রুবেলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেস্টা চলছে ।

পূর্ববর্তী খবরভোলা সদর হসপিটালে ডায়রিয়া আক্রান্তে এক বৃদ্বের মৃত্যু
পরবর্তী খবরভোলায় ভিবিডি’র ইফতার সামগ্রী বিতরণ।