নিউজ ডেস্ক, গতকাল ১১-০৪-২০২১ তারিখ ২০:০৫ ঘটিকায় এস আই(নিঃ) মোঃ আবুল হোসেন ও সংগীয় ফোর্স জেলা গোয়েন্দা শাখা ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ঘুইনগারহাট ০১নং ওয়ার্ড উওরদিঘলদী ইউপি এলাকা হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ শরীফ (২০), পিতা- মোঃ আলম, সাং- ০৪নং ওয়ার্ড উওরদিঘলদী ইউপি, থানা ও জেলা- ভোলাকে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। মাদক মামলা প্রক্রিয়াধীন।