
এম এন আলম,
ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় কার্যালয়ে বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ কার্যলয় এসে শেষ হয়।
ভোলা জেলা আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সংগ্রাম সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহুরল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ড শফিকুল ইসলাম শফিক মিয়া, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বাপ্তা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, উপ দপ্তর সামসুদ্দিন আহমেদ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু,সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক এম এন আলম,জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবু ছায়েম, যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, জেলা কৃষক লীগের সভাপতি মামুন অর রশিদ, তাতীলীগের আহ্বায়ক ফরমান হোসেন, ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ , বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক। এবং পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একই সাথে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সহ সভাপতি মজিবুর রহমান।
