এম এন আলম।
ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রায় ৯ মাস পর আজ বুধবার ৭৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ। ভোলা জেলা কমিটিকে অনুমোদন করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্যে লিখেছেন,মাননীয় সভাপতির নির্দেশক্রমে অনুমোদন করা হলো।
ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল কাদের মজনু মোল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ১১ জুন ভোলা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দলীয় নিয়ম অনুযায়ী প্রথমে জেলা আওয়ামী লীগের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ওই সম্মেলনে সভাপতি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হয়, এবং সাধারণ সম্পাদক হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সিনিয়র সহসভাপতি হিসাবে সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল মমিন টুলুর নাম ঘোষণা করা হয়।
আজ ঘোষিত ৭৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির মধ্যে সহ-সভাপতি করা হয়েছে ১১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন ও সাংগঠনিক সম্পাদক ৩ জন করে করা হয়েছে।
৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সম্পাদক পর্যায়ে সদস্য হলেন ৩৯ জন এবং সদস্য করা হয়েছে ৩৬ জনকে।