
ভোলা সময় নিউজ।
ভোলা জেলার ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ পক্ষ থেকে ভোলাবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
শিবপুর প্রতিনিধি।।
ও মন রমজানে ঐ রোজার শেষে এলো খুসির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ তোর সোনাদানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙইতে নিঁদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুসির ঈদ।
পবিত্র কুরআন নাজিল ও মাগফিরাতের মাস রমজান, রমজান শেষে ঈদের চাঁদ দেখা মাত্র ছোট বর, ধনী গরিব প্রতিটি মুসলমানের হৃদয়ে বইবে আনন্দের ঝর্ণাধারা
ভোলা জেলার ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ বলেন ঈদের দিন সকালে ধনী গরিব নির্বশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করে , কোলা কুলি আর ফিরনি সেমাই খাওয়ার ধুম থেকে বাদ যাবে না কেউ।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর মদিনাতে হিজরতের অব্যবহিত পরই সংযম আর সম্প্রতির বৈষম্যমুক্ত এক নতুন মূল্যবোধের।
প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) বলেছেন চাদঁ দেখে রোজা পালন চাদঁ দেখে ঈদ উদযাপন করবে, আর চন্দ্র মাস ২৯ দিনে হয় আবার ৩০ দিনে ও হয় যদি আকাশে মেঘ থাকায় চাদঁ দেখা না যায় তবে ৩০ দিনের গননা পূর্ণ করবে। সকল ভেদাভেদ ভুলে একে অপরের বাসায় সমাই পোলাও রুটি সহ যে যার সাধ্য মত আপ্যায়ম করার চেষ্টা করে
ভোলা জেলার ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের ভোলা বাসীকে এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক’৷
করোনা ভাইরাসের আঘাতে কর্মহীন হয়ে পরা, তার উপরে আবার ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভোলা দ্বীপের মানুষ ক্ষতিগ্রস্থ্য, মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসুক ঈদুল ফিতর। ঈদুল ফিতর উৎসব মুসলমানদের ৩০ টি রোজার পর ফরজ নিবিড় মাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। বছরব্যাপী আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর, আনন্দঘন মুহূর্ত
আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন, এই দোয়া করি ৷ পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি
বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক এই শুভ প্রত্যয় আবারও অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতর জাতি ধর্ম বর্ন নির্বশেষে সকলের মাঝে নিয়ে আসুক সুখ শান্তি ও সমৃদ্ধি পবিত্র ঈদুল ফিতর হোক সাম্প্রদায়িক ও সম্পতির অটুট বন্দন।
