ভোলা সময় নিউজ।
ভোলা প্রতিনিধি, মোঃ সোহেল আহমেদ।
ভোলা ইলিশা ইউনিয়ন ইং০৫/০৬/২০২১ তাং সকাল ০৮.০০ ঘটিকার সময় ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পন্ডিতের হাট সংলগ্ন তজু বেপারির বাড়িস্থ আব্দুল মালেক(৪৫), পিতা-মৃত তজু ব্যাপারীর নির্মাণাধীন নতুন সেইফটি টাংকির সেন্টারিং কাঠ ও বাঁশ খোলার জন্য সেফটি ট্যাংকির ভিতরে ১) আব্দুল মালেক(৪৫), পিতা-মৃত তজু বেপারী, ২) জসিম উদ্দিন(৩৫), পিতা-কালু মাঝি, ৩) শাহাবুদ্দিন(২৫), পিতা-আব্দুল খালেক, ৪) মোঃ কবির (৩০), পিতা-আব্দুল কাদের বেপারী, সর্ব সাং-পন্ডিতের হাট, থানা ও জেলা-ভোলাগণ প্রবেশ করিয়া সেইফটি টাংকির ভিতর পড়িয়া আছে সংবাদ প্রাপ্ত হইয়া দ্রুত ঘটনাস্থলে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স এবং স্থানীয় লোকজনের সহায়তায় সেফটি ট্যাংকির ভিতর হইতে উক্ত ৪ জন লোককে উদ্ধার পূর্বক ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বাড়ির মালিক আব্দুল মালেক ও জসিম উদ্দিন মৃত্যুবরণ করিয়াছেন। বাকি শাহাবুদ্দিন ও কবির ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।