ভোলা আলীনগর রুহিতায় এসএসসি পরীক্ষার্থী ওবায়দুল (২০) এর গলাকাটা লাশ উদ্ধার।

0
72

এম এন আলম।

ভোলা আলীনগর এক সপ্তাহের মধ্যে পরপর দুটি হত্যাকাণ্ড, প্রথম হত্যাকাণ্ডের রেশ না কাটতেই ৪ দিনের মাথায় এবার ওবায়দুল (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুইতা গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।

ওবায়দুল আলীনগর ইউনিয়নের মৃত আবদুল্লাহর ছেলে ও আলীনগর পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

ওবায়দুল পড়াশোনার পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রি ও মাঠের কাজ করত।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, ওবায়দুল মঙ্গলবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়,রাত ১০টার সময় স্কুলের কাছের বাজারের দোকান থেকে খাবারের জন্য লাচ্ছি জুস কিনেন, তাহার পরে কেউ তার খবর বলতে পারেননি।
কিন্তু রাত ১২টার পরেও সে বাড়ি না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। বুধবার সকালে বাড়ির পাশে একটি সুপারিবাগানে পাশের বাড়ির ৮-৯ বছরের নয়ন ও তার সাথে একটি ছেলে সুপারি গাছের বাইল কুড়াইতে যান,তখন তারা লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে চলে আসেন এবং সবাইকে জানালে সেই বাড়ির সবাই গিয়ে গলাকাটা অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওবায়দুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার জানান, প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

এই হত্যাকাণ্ডের ৪ দিন আগে ঈদের দিন (১০ জুলাই) সকালে আলীনগর ইউনিয়নে গলা কেটে নাহিদ নামের এক যুবককে হত্যা করে প্রতিবেশী। সেটাও এলাকাবাসীর সহযোগিতা করাতে আমরা এক ঘন্টার মধ্যে আসামে কি ধরতে সমর্থ হই। আপনারা এলাকাবাসী আমাদের পুলিশকে তথ্য প্রমান এর মাধ্যমে সহযোগিতা করবেন তাহলে আমরাও ইনশাল্লাহ এই আসামিকে দ্রুত ধরতে সমর্থ হব।

পূর্ববর্তী খবরঈদের শুভেচছা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের ভোলা জেলার নেতৃবৃন্দ।
পরবর্তী খবরভোলার তজুমদ্দিনে ছাত্রের সামনে শিক্ষক নির্যাতন।