ভোলায় ৮ দফা দাবিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর মানববন্ধন।

0
6

ভোলায় ৮ দফা দাবিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর মানববন্ধন

এম এন আলম।

ভোলায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল- ২০২২ অবিলম্বে করার ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন এর ভোলা জেলা সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা শাখার সভাপতি চন্দ্র মোহন ছিডু, সাধারন সম্পাদক স্বপন কুমার দে, সদর উপজেলা সভাপতি রনজিত বেপারী,সাধারন সম্পাদক দিলিপ মাল প্রমুখ।
দাবীকৃত ৮ দফা দাবী হলো ১, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে।

২, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে: ২

৩, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বরাদ্দ বাড়াতে হবে:

8, সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে;

৫, পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে;

৬• সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ‘ভর্তি কোটা’ প্রবর্তন করতে হবে;

৭, সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য ‘কোটা ব্যবস্থা’ প্রবর্তন করতে হবে; এবং

৮, দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

পূর্ববর্তী খবরবোরহানউদ্দিনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।
পরবর্তী খবরমানবাধিকার নেত্রীর ঘরে পুত্রবধুর লাশ।