ভোলায় ৫ কেজি ২০০গ্রাম গাঁজাসহ আটক-১
এম এন আলম
ভোলা ইলিশা-তালতলা লঞ্চঘাট থেকে ৫ কেজি ২০০গ্রাম গাঁজা সহ মেহেদী মোল্লা (৩১) নামের এক যুবককে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা সহ একটি চৌকসটিম।
পুলিশ সূত্রে জানা যায়-সোমবার ৪ই সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মোস্তফা,সংগীয় এএসআই আহসান কবির,কং/৭৭৪মোঃ জসিম উদ্দিন, কং/৭২৮মোঃ ইমরান,কং/মোঃ শাহিন, কং/৫৭৪ মিল্লাত মল্লিক সহ ভোলা সদর থানা দিন পূর্ব ইলিশা ইউনিয়নের, ইলিশা তালতলা লঞ্চঘাট থেকে ৫ কেজি ২০০গ্রাম গাঁজা সহ মেহেদী মোল্লা (৩১) পিতা দেলোয়ার মোল্লা, মাতা কোহিনুর বেগম,সাং-হাওলাদার বাড়ি, ৪নং ওয়ার্ড,সাপড়াখালী,ইউনিয়ন বহরবুনিয়া, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট উক্ত আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়া দিন রয়েছে।
এম এন আলম
মোবাইল -01712868487
০৪-০৯-২০২৩