ভোলায় ১৯৫০ পিচ ইয়াবা সহ আটক-১
এম এন আলম
ভোলা ইলিশা লক্ষীপুর গামী লঞ্চঘাটের পল্টন হইতে ১৯৫০ পিচ ইয়াবা সহ মোঃ হোসেন ৩২ নামের এক যুবককে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা সহ একটি চৌকসটিম।
পুলিশ সূত্রে জানা যায়-শনিবার ১৬ই সেপ্টেম্বর দুপুর পৌনে দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মোস্তফা,সংগীয় এসআই রবীন্দ্রনাথ সিংহ,এএসআই রিপন খান, কং/৭৭৪মোঃ জসিম উদ্দিন, কং/৭২৮মোঃ ইমরান,কং/৬১৮ফেরদৌস, ৩১৯রফিকুল আলমসহ ভোলা সদর থানা দিন পূর্ব ইলিশা ইউনিয়নের, ১নং ওয়ার্ডস্হ ইলিশা লক্ষীপুর গামী লঞ্চঘাটের পল্টন হইতে ১৯৫০ পিচ ইয়াবা সহ
১/মোঃ হোসেন (৩২),পিতা আবুল কাশেম, মাতা শাহিনুর বেগম, সাং-চর নেয়ামত, থানা-রামগতি, জেলা- লক্ষ্মীপুর আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়া দিন রয়েছে।
এম এন আলম
মোবাইল -01712868487
১৬-০৯-২০২৩