ভোলায় হত্যা মামলার আসামী আলামিন গ্রেফতার।

0
24

ভোলায় হত্যা মামলার আসামী আলামিন গ্রেফতার,

স্টাফ রিপোর্টার।

ভোলার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আলামিন কে গ্রেফতার করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় ইলিশা সোনাডগী গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ এস আই গুলজার ও মাইনুল ইসলামসহ সর্গীয় ফোর্স নিয়ে আটক করা হয়।
আটকৃত আলামিন ইলিশা সোনাডগী গ্রামের মিয়া মাঝির ছেলে বলে জানা গেছে।
ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন,আলামিনের বিরুদ্ধে মেঘনার হত্যা, ডাকাতিসহ একাদিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে আটক করা হয়।
এদিকে আলামিনের আটকের পর মেঘনার পাড়ের জেলে ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

পূর্ববর্তী খবরকুমিল্লার মাদক ব্যবসায়ি ভোলায় আটক।
পরবর্তী খবরহত্যা মামলার আসামী পুলিশে ধরিয়ে দেয়ায় হুমকি, নারীর বিরুদ্ধে থানায় জিডি।